বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ইমপাওয়ারিং দ্য ফিউচার উইথ এআই অ্যান্ড ব্লকচেইন’ শীর্ষক সেমিনার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এটি শুরু হয়। এ আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ব্লকচেইন প্রযুক্তির টেক্সটাইল খাতে ব্যবহার, ভবিষ্যতের কর্মসংস্থান এবং পেশাদার দক্ষতা বৃদ্ধির দিক নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন নেটকম লার্নিং-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম। তিনি বলেন, বুটেক্স আমাদের কাছে বিশেষ। কারণ এটি সরাসরি আরএমজি খাতের সঙ্গে যুক্ত। বর্তমানে অনেক ফ্যাশন ব্র্যান্ড তাদের পোশাক ডিজাইন ও মডেলিংয়ে এআই প্রযুক্তি ব্যবহার করছে, যার ফলে খরচ কমেছে এবং নতুনত্ব এসেছে ডিজাইনে।
পরবর্তীতে বক্তব্য রাখেন নেটকম লার্নিং বাংলাদেশের হেড অব পার্টনারশিপ মো. আব্দুর রহমান মামুন। তিনি জানান, এআই প্রযুক্তির ব্যবহারে কাজের গুণগত মান ৪০% পর্যন্ত বেড়েছে। এআই যেমন কিছু চাকরি বিলুপ্ত করেছে, তেমনি আরও বেশি নতুন চাকরির ক্ষেত্র তৈরি করেছে। এছাড়া সিভি লেখা, প্রেজেন্টেশন তৈরি এবং অন্যান্য পেশাদার কাজেও এখন এআই বড় ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জুলহাস উদ্দিন বলেন, টেক্সটাইল খাতে এআই প্রযুক্তির সম্ভাবনা বিশাল, তবে এর জন্য প্রয়োজন বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ। বুটেক্সে একটি এআই ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে রোবট যুক্ত করে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হবে।
সেমিনারটি বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের মাধ্যমে মাধ্যমে শেষ হয়। এআই ব্যবহারের মাধ্যমে সকল শিক্ষার্থী তাদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।