বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪৪তম ব্যাচের টেক্সটাইল মেশিনারি ডিজাইন ও মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থী এবং বুটেক্স শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ কাব্বি বিশুদ্ধ সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পথচারী, রিকশাচালক ও শ্রমজীবীদের মাঝে।
বুধবার (১ মে) বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় তীব্র তাপদাহে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষদের সামান্য স্বস্তি দিতে স্বেচ্ছাসেবী কাজটি করা হয়।
বুটেক্স পার্শ্ববর্তী এলাকা, তেজগাঁওয়ের বেগুনবাড়ি, বিটাক মোড়, সিদ্দীক মাষ্টারের ঢাল, আরটিভি মোড়ে অর্ধ-শতের বেশি মেহনতী, পথচারী মানুষের জন্য সুপেয় পানি ও খাবার সেলাইনের ব্যবস্থা করা হয়।
উক্ত আয়োজন নিয়ে রিফাত মাহমুদ কাব্বি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় আমার এই কর্মসূচি। তীব্র তাপদাহে মেহনতী মানুষের জনজীবনে সামান্য স্বস্তি ফিরিয়ে আনতে এ আয়োজন। বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।