শেষ হতে চললো বছর। কালের অমোঘ নিয়মে নতুনের আগমনে পুরাতনকে বিদায় জানাতে হয়।২০২৪ সাল বিদায় নিতে আর মাত্র কিছু সময় বাকি। পৃথিবীর মতো নানা ঘটনার সাক্ষী হয়ে রইল বুটেক্স ক্যাম্পাস। বছরজুড়ে কেমন কাটল বছরটি এক নজরে দেখে আসা যাক বুটেক্সের সালতামামিতে।
বুটেক্সে স্মৃতিফলক স্থাপনের দাবিতে বুটেক্সসাসের স্মারকলিপি
মহান মুক্তিযুদ্ধের শহিদ ও বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে স্মৃতিফলক স্থাপনের জন্য ১৫ জানুয়ারি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাবেক উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বুটেক্স সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)। স্মৃতিফলক স্থাপনের দাবিটি বিভাগীয় প্রধান এবং ডীনদের মিটিংয়ে তোলা হবে এবং তাদের মতামতের প্রেক্ষিতে পরবর্তী সিন্ডিকেট সভায় আলোচনা করা হবে বলে সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান আশ্বস্ত করেন।
ছাত্রলীগের বিরুদ্ধে অর্ধকোটি টাকা চাঁদা চাওয়ার অভিযোগ
বুটেক্স শাখা ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে ক্যান্টিন থেকে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠে। ক্যান্টিনের কর্মচারীদের অভিযোগ অনুযায়ী ১৬ জানুয়ারি কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগ পরিচয়ে এসে তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা ক্যান্টিনে ভাঙচুর শুরু করে। তবে এ অভিযোগ অস্বীকার করে বুটেক্স শাখা ছাত্রলীগ।
১৮ জানুয়ারি রেজিস্ট্রেশন শুরু হলেও এখনো দেখা নেই সমাবর্তনের
বুটেক্সে সমাবর্তনের রেজিস্ট্রেশন ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছিল যেখানে আবেদন করে চার হাজারেরও বেশি গ্র্যাজুয়েট। কিন্তু এখনো দেখা নেই সমাবর্তনের। এতে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বুটেক্সের হলে মাদকবিরোধী অভিযান
বুটেক্সের সৈয়দ নজরুল ইসলাম হলে ২৪ জানুয়ারি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হল প্রশাসন। সে সময় দুই কক্ষ থেকে মাদক জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে দখলকৃত পাঁচটি কক্ষ সিলগালা করে হল প্রশাসন।
বুটেক্সসাসের প্রথম ম্যাগাজিন ‘অন্বেষণ’-এর মোড়ক উন্মোচন
৪ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে মোড়ক উন্মোচন করেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা, সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
বুটেক্সসাসের ২০২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রফিক
১১ ফেব্রুয়ারি বুটেক্সসাসের ২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালবেলা ও চ্যানেল-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম রিয়াজ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠ ও জাগো নিউজ-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: রফিকুল ইসলাম নির্বাচিত হন।
বিপিএম-সেবা পদকে ভূষিত বুটেক্সের মমতাজ
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পান বুটেক্স বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক তানভীর মমতাজ। ২৭ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্যারেডে সালাম গ্রহণের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে তাকে এই পদকে ভূষিত করেন।
বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
৮ মার্চ বুটেক্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯০.৬৩ শতাংশ। এর আগে ২৪ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য ৭৩১৪ জন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় যেখানে ৫ মার্চ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করেছিল ৬০৩২ জন।
বুটেক্স শিক্ষার্থীদের জন্য বেন টেক মেধাবৃত্তি
থাইল্যান্ডে অবস্থিত বেন টেক কেমিক্যাল কোম্পানি লিমিটেড বৃত্তি দিবে বুটেক্সের শিক্ষার্থীদের। ২১ মার্চ বুটেক্সের সাথে প্রতিষ্ঠানটির এমন চুক্তি হয়। শর্তানুযায়ী, ২০২৩ সাল হতে ২০২৬ সাল পর্যন্ত বেন টেক মেধা বৃত্তি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগ থেকে লেভেল-৩ টার্ম-২ পর্যন্ত সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন করে মোট ১০ জন শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।
বুটেক্সে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের পরিচালনায় ২৩ মে বুটেক্সে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন জার্মানির হফ ইউনিভার্সিটির অব অ্যাপ্লাইড সায়েন্সের অধ্যাপক ড. মাইকেল রাচ্। উক্ত সম্মেলনে প্রায় ১০০টি পেপার জমা পড়ে।
বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি
অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশন সংক্রান্ত জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন করে বুটেক্সের শিক্ষকবৃন্দ। ২৮ মে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনটির আয়োজন করে বুটেক্স শিক্ষক সমিতি। পরবর্তীতে ৪ জুন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ২৫ থেকে ২৭ জুন অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয় বুটেক্স শিক্ষক সমিতি। শিক্ষকদের পাশাপাশি সর্বাত্মক কর্মবিরতি পালন করেন বুটেক্স কর্মকর্তা ও কর্মচারী সমিতি।
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড পেয়েছেন বুটেক্সের সোহাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার-২০২৩ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন বুটেক্সের সাবেক শিক্ষার্থী সোহাগ চন্দ্র দাস। ২৯ মে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। তিনি বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
২০২৪-২৫ অর্থবছরে বুটেক্সের জন্য বরাদ্দ বাজেট ৩৯ কোটি ৯৮ লাখ টাকা
১২ জুন অনুষ্ঠিত ১৬৭তম পূর্ণ কমিশন সভায় ২০২৪-২৫ অর্থবছরে ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য উন্নয়ন ও পরিচালন বাবদ মোট ১১ হাজার ৬৯০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুটেক্সের জন্য উন্নয়ন ও পরিচালন বাবদ ৩৯ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ করা হয়।
গবেষণায় ২২ লাখ টাকা বরাদ্দ পেলেন বুটেক্সের দুই শিক্ষক
শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় গবেষণা প্রকল্পের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ পান বুটেক্সের ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন শিক্ষক। তারা হলেন সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন এবং সহকারী অধ্যাপক নুসরাত জাহান।
কোটা সংস্কার আন্দোলনকারীদের তিব্বত-নাবিস্কো সড়ক অবরোধ
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার ও সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ১৬ জুলাই দুপুর ১২টা হতে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকার তেজগাঁওয়ের নাবিস্কো-তিব্বত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বুটেক্স, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলা হলে শিক্ষার্থীরা বাঁশ, লাঠিসোটাসহ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে ছাত্রলীগের একটি বাইক ভাঙচুরের ঘটনাও ঘটে।
ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থীদের মৃত্যু এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুটেক্স ছাত্রলীগ পদপ্রত্যাশীরা জমাকৃত জীবনবৃত্তান্ত প্রত্যাহার ও ছাত্ররাজনীতির সকল কর্মকাণ্ড থেকে সরে আসার ঘোষণা দেয়। ১৬ জুলাই সন্ধ্যা থেকে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের অনেকে ফেসবুকে পোস্টের মাধ্যমে বুটেক্স ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য জমা দেওয়া জীবনবৃত্তান্ত তুলে নেওয়ার ঘোষণা দেয়।
সহকারী প্রক্টর পদ হতে শিক্ষকের পদত্যাগ
সারাদেশে শিক্ষার্থী হত্যার বিচারের দাবির প্রেক্ষিতে ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অংশ হিসেবে সহকারী প্রক্টর পদে থাকা ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ তাঁর পদের জন্য শিক্ষার্থীদের সাথে একাত্মতা রেখে কর্মসূচিতে অংশ নিতে পারবেন না জানতে পেরে উক্ত পদ থেকে পদত্যাগ করেন। অত:পর অংশ নেন কর্মসূচিতে।
মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ
সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, গ্রেপ্তার, মামলা, হয়রানির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে যোগ দেন বুটেক্সের শিক্ষকদের একাংশ। ৩১ জুলাই বেলা ১২টায় শিক্ষকরা মুখে লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে সমবেত হন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের চারদিকে প্রদক্ষিণ করেন।
কোটা আন্দোলন ঘিরে বুটেক্সের ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বুটেক্সের বর্তমান শিক্ষার্থী ও সাবেক মিলে ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল ফাহিম, ৫০তম ব্যাচের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ হাসিবুর রহমান এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ৪১তম ব্যাচের জাহাঙ্গীর আলম শুভ, ৪২তম ব্যাচের ইয়াসিন মামুন।
বুটেক্সে নিষিদ্ধ হয় সকল ধরনের রাজনীতি
বুটেক্সে ৮ আগস্ট সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বুটেক্সসাসের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২০১৬ সালে যাত্রা শুরু করা সাংবাদিকদের সংগঠন বুটেক্স সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ২০ আগস্ট উদযাপিত হয়। নবম বছরে পদার্পণ করা সংগঠনটির এই আয়োজন অর্ধ-দিনব্যাপী বুটেক্সের সেমিনার রুমে সম্পন্ন হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান এবং দৈনিক যায়যায়দিনের বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক।
ভিসি’র পদত্যাগ চায়না শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার পতনের পর দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসিদের পদত্যাগ শুরু হয়। তারই সুযোগ নিয়ে বুটেক্সের কিছু স্বার্থান্বেষী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের পদত্যাগ ঠেকাতে ২৫ আগস্ট ভিসি’র কক্ষের সামনে বিক্ষোভ করে।
বন্যার্তদের সহায়তা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বুটেক্স শিক্ষার্থীরা
বুটেক্সের একদল শিক্ষার্থী বন্যার্তদের সহায়তায় ২৪ আগস্ট ফেনীর উদ্দেশে রওনা দেয়। ফেনীতে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার সময় তাদের বহনকারী পিকআপ ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরিপুরে ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। ৪৯তম ব্যাচের ২ জন শিক্ষার্থী আব্দুল্লাহ আল লাবিব ও সাজ্জাদ আল মামুন দুর্ঘটনা শিকার হয়ে গুরুতর আহত হয়।
শিক্ষার্থীরা গণধোলাই দিয়ে ক্যাম্পাস থেকে বের করলো ছাত্রলীগ কর্মীদের
২৯ আগস্ট ৪৫তম ব্যাচের চূড়ান্ত সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে দুপুর বেলা ১টা ৩০ মিনিটে ছাত্রলীগের ১১ জন সক্রিয় কর্মী পরীক্ষায় অংশগ্রহণ করতে ক্যাম্পাসে ঢুকলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ঘিরে ভুয়া স্লোগান দিয়ে ক্যাম্পাস থেকে বের করে সাতরাস্তা মোড়ে নিয়ে যায় এবং ক্যাম্পাসে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি।
উপাচার্যের পদত্যাগ চান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ
বুটেক্স উপাচার্য ড. শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বৈষম্য ও দুর্নীতির অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেন। অভিযোগে অনুগত শিক্ষকদের সুবিধা দেওয়া, সংস্কারে ব্যর্থতা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কথা উল্লেখ করা হয়। এর আগে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের পক্ষে বিক্ষোভ করে। ২৮ আগস্ট একটি মতবিনিময় সভায় উপাচার্য তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেন।
ছাত্রলীগ নেতা বিভাগে ৪২তম হয়েও হলেন শিক্ষক
বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বুটেক্স শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম পিয়াসের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও উচ্চ মহলের সরাসরি মদদে বিশ্ববিদ্যালয়ে প্রভাব খাটানো ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার অভিযোগ উঠে।
স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার চান শিক্ষার্থীরা
স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার চালু, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্ম-ঘণ্টা ও বেতন সংস্কার, বুটেক্স ক্যাম্পাস সম্প্রসারণসহ মোট ৫টি দাবিতে ২২ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ মিছিল ও মানববন্ধন করেন বুটেক্সের শিক্ষার্থীরা।
বুটেক্স উপাচার্যের পদত্যাগ
বুটেক্সের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান ৩ অক্টোবর সকালে আচার্য বরাবর পদত্যাগ পত্র জমা দেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, যাদের জন্য আমি দিনরাত এক করে কাজ করে গেছি বিশ্ববিদ্যালয় তথা শিক্ষার্থীদের ভালোর জন্য সেখানে তারাই প্ররোচনাকারীদের মিথ্যা প্রচারণার ফাঁদে পড়ে আমাকে ভুল বুঝে সেখানে আমার আর এই দায়িত্বে থাকা সমীচীন হবে না। আমি সরে এসেছি এবং সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়ের শান্তি ও শৃঙ্খলা পালনের স্বার্থে আমি উপাচার্য পদ থেকে পদত্যাগ করব।
এক্সটার্নাল ভিসি চায় শিক্ষার্থীরা
৩ অক্টোবর অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের উপাচার্য পদ থেকে পদত্যাগের পর এক্সটার্নাল ভিসি নিয়োগের জন্য ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে এবং তেজগাঁও সাতরাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
বুটেক্সের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন
বুটেক্সের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। ২৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আইপিই
৩ নভেম্বর বুটেক্স স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আসুটেক্স প্রেজেন্টস ফুটবল ফিয়েস্তা ১.০’ এর ফাইনালে মুখোমুখি হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ ও ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে। ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে আইপিই বিভাগ।
জাতীয় বিতর্ক উৎসব
‘এখনো আলো আসে, জানালা খোলা রাখি’ স্লোগান নিয়ে বুটেক্স ডিবেটিং ক্লাবের আয়োজনে জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইংরেজি ও বাংলা সেগমেন্টে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৩৮টি দল অংশ নেয়। ইংরেজি সেগমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘এ’ দল চ্যাম্পিয়ন হয় আর বাংলা সেগমেন্টে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ ব্যাংকের এডিতে প্রথম জান্নাতুল
২০২৩ সাল ভিত্তিক বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকায় প্রথম স্থান অধিকার করেন বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
বুটেক্স–পলিটেকনিক সংঘর্ষ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বুটেক্সের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হামলা করে। রাতে বুটেক্সের আজিজ হলের সামনে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় প্রায় বুটেক্সের অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী উৎসব পাল আজীবনের জন্য একচোখের দৃষ্টিশক্তি হারায়।
বুটেক্সে নতুন রেজিস্ট্রার নিয়োগ
২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশ মোতাবেক বুটেক্সে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা। এর পূর্বে রেজিস্ট্রার পদে মেয়াদ পূর্ণ করেন কাবেরী মজুমদার।
বুটেক্সে ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড অনুষ্ঠিত
৭ ডিসেম্বর বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড ২.০ এ ৩৫টি ক্যাম্পাসের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বুটেক্সসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরষ্কৃত হন।
বুটেক্সসাসের নেতৃত্বে রফিক-সিয়াম
বুটেক্স সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও দি ডেইলি ক্যাম্পাস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বর ও দেশ দেশান্তর ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: তাওসিক জারিফ সিয়াম।
এক সাথে চার হলে ‘হল ফিস্ট’ উদযাপন
১৬ ডিসেম্বর বুটেক্সের ছেলে ও মেয়েদের চারটি হলে একযোগে অনুষ্ঠিত হয়েছে ‘হল ফিস্ট-২০২৪’। সেখানে ৪৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আরও ছিলো বাহারি খাবারের আয়োজন, ইনডোর ও আউটডোর প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ এবং উপাচার্য ও অ্যালামনাইদের বক্তব্য।
ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
২০ ডিসেম্বর বুটেক্স স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে বিজয়ী হয়েছে। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৮ উইকেট হাতে রেখেই ১৪৯ রানের লক্ষ্য তারা করে জয় লাভ করে।
২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
বুটেক্স প্রাঙ্গণে ১৪ বছর পূর্তি উপলক্ষে ২২ ডিসেম্বর ১৪তম বুটেক্স দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী বেলুন ও পায়রা উড়ানো, র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন উন্নয়নের ধারাবাহিকতা ও ভবিষ্যতে দিবসটি আরও জাঁকজমকভাবে উদযাপনের প্রতিশ্রুতি দেন।