বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাহিত্য ক্লাব বুটেক্স সাহিত্য সংসদ ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৬তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সৌরভ চৌহান এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অর্পণ সাহা।
কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু রাফসান করিম ও মুহিব ইবনে নূর। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মালিহা উর্বী ও মিরাজ শোভন। থিয়েটার ইউনিটের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহনাফ ফেরদৌস অপূর্ব, যিনি টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন ডিপার্টমেন্টের শিক্ষার্থী। লাইব্রেরি ইউনিটের পরিচালকের দায়িত্ব পালন করবেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তীর্থ দাশ।
ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক সাজিদ এলাহি।
২০১৭ সালে প্রতিষ্ঠিত বুটেক্স সাহিত্য সংসদ বিশ্ববিদ্যালয়ের প্রথম সাহিত্য, নাটক ও সংস্কৃতি বিষয়ক ক্লাব। ক্লাবটি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ, সাহিত্যচর্চার প্রসার এবং বাঙালি শিল্প ও সংস্কৃতির সংরক্ষণে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকেই এটি বিভিন্ন উল্লেখযোগ্য কর্মসূচির আয়োজন করেছে, যার মধ্যে অন্যতম হুমায়ূন উৎসব, বুটেক্স লিট ফেস্ট এবং নিয়মিত সাহিত্য আড্ডা।
ক্লাবটির থিয়েটার ইউনিট বিভিন্ন সময় মঞ্চনাটক ও পথনাটক মঞ্চস্থ করে বিশেষ সুনাম অর্জন করেছে। তাদের প্রযোজিত নাটক “অনাহূত” ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যমঞ্চে মঞ্চায়িত হওয়ার পাশাপাশি বুটেক্স লিট ফেস্ট ২০২২ ও ২০২৫-এ বুটেক্স অডিটোরিয়ামে প্রদর্শিত হয়।
এছাড়া, ক্লাবটি শতাধিক বই নিয়ে একটি সমৃদ্ধ গ্রন্থাগার পরিচালনা করছে এবং নিয়মিতভাবে “চৈতন্য লিপি” নামে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করে। এটি শিক্ষার্থীদের জন্য তাদের সাহিত্যচর্চার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে তারা নিজেদের লেখা প্রকাশের সুযোগ পান।
বুটেক্স সাহিত্য সংসদ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। ক্লাবটি শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি নতুন নতুন কর্মসূচি আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশে অবদান রাখতে চায়।