রবিবার (২ জুন) বেলা ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও দৃক এর যৌথ উদ্যোগে আয়োজিত “জনস্বার্থে সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার আয়োজিত হয়।
দৈনিক নিউ এইজ পত্রিকার সাংবাদিক ও দৃকের পরিচালক ড. সায়দিয়া গুলরুখের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মউদুদ, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ ও দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ।
দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ বলেন, “মানসিক ভাবে দুর্বলদের হাতে মিডিয়াকে তুলে দেওয়া ঠিক হবে না। বুদ্ধিজীবীর কাতারে সাংবাদিকরা থাকবে এক নাম্বারে।”
দৈনিক নিউ এইজ পত্রিকার সাংবাদিক ও দৃকের পরিচালক ড. সায়দিয়া গুলরুখ বলেন, “গাজায় গত ৭ অক্টোবর থেকে ১৪৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। আমরা জনস্বার্থে জীবন উৎসর্গ করা এসব সংবাদকর্মীকে অনুসরণ করবো।”
দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ বলেন, “বাংলাদেশে প্রফেশনালি সাংবাদিকতা করছে এরকম পত্রিকার সংখ্যা একেবারেই কম। সাংবাদিকতার একটা সংকট হলো বিজ্ঞাপন। আইনগত কাঠামো ঠিক না হলে সাংবাদিকতার সংকট দূর করা সম্ভব না।”
দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মউদুদ ১৯৮৬ সাল থেকে একজন নারী হিসেবে চট্টগ্রামে তার সংগ্রাম করে সাংবাদিকতা জগতে প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনান। ক্যাম্পাস সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের মাধ্যমে আকর্ষণীয় হয়ে ওঠে সেমিনারটি।
সৈয়ব আহমেদ সিয়াম,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়