খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ভাঙচুর অভিযান চালান।
খুলনা সিটি করপোরেশনের দুটি বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ‘স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ও ‘শেখ বাড়ির আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকেন।
বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ আরও কয়েকজন পরিবারের সদস্যের বসবাসস্থল ছিল। এখান থেকেই আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হতো।
গত ৪ আগস্ট প্রথম দফায় ছাত্র-জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময়ও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।