কুষ্টিয়ায় এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের বাসভবন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার পর শহরের পিটিআই সড়কের এই বাড়ির সামনে ছাত্র-জনতা সমবেত হয়ে ভাঙচুর শুরু করে।
প্রথমে হাজারো ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। পরে একটি বুলডোজার এনে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে “স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও!”
স্থানীয় বাসিন্দারা জানায়, ঘটনার সময় বাড়ির সামনে শত শত মানুষ জড়ো হয়।
এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র-জনতা **হানিফের বাড়ির সামনে আসে। রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তারা সেখানে ভাঙচুর চালায়।
পরে বিক্ষুব্ধরা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের কদমতলা এলাকার বাসভবনেও হামলা চালানোর উদ্দেশ্যে রওনা দেয়।
উল্লেখ্য, গত বছরের ৪ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মাহবুবউল আলম হানিফের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এবার ফের ছাত্র-জনতার আক্রোশের শিকার হলো তার বাসভবন।