ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সি আর সি) উদ্যোগে পূর্ণবাসন কেন্দ্র আশ্রিত মায়েদের সাথে নৈশ্য ভোজ, শাড়ি, কসমেটিক সামগ্রী, ঔষধ ও একটি টেবিল ফ্যান বিতরণ করা হয়। বৃহস্পতিবার (০২ মে) কুষ্টিয়া সার্কিট হাউজ সংলগ্ন উদয় মা ও শিশু পূর্নবাসন এ আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি শাহীদ কাওসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিআরসির উপদেষ্টা আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সভাপতি সাইফুদ্দিন, সৌরভ ও হাসিবুরসহ প্রায় ৫৬ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আইইউপিএস এর সভাপতি আবির, উদয় মা ও শিশু পূর্নবাসন কেন্দ্রর পরিচালক মিঠু ও আফরোজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুন্নাহার লাকীর।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পিতামাতা সন্তানের বোঝা নয় বরং তারা আমাদের সম্পদ। আজকে সি আর সি যে সকল সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রতিজ্ঞা করেন নিজনিজ মা-বাবারা যেন এই বৃদ্ধাশ্রমের বাসিন্দা না হয়। আর পিতামাতার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে পারলেই সি আর সির আজকের কর্মসূচী সফল এবং স্বার্থক হবে।’
উদয় মা ও শিশু পূর্নবাসন কেন্দ্রর পরিচালক মিঠু বলেন,‘ এখানের প্রতিটি মা যেদিন নিজের ঘরে ফিরে যাবেন সেদিন বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য পূর্ণতা পাবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘আমরা চেষ্টা করেছি এই কর্মসূচীর মাধ্যমে উপস্থিত সদস্যদের পিতা- মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপলব্ধি করানোর।
সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার বলেন,‘ বৃদ্ধাশ্রমের মা-বাবাগুলো অনেক কষ্ট করে বেঁচে আছেন। একটি বাবা-মার কাছে সবচেয়ে প্রিয় তার ছেলে মেয়ে। আর যদি তার ছেলে মেয়ে তার কাছ থেকে চলে যায়, তাহলে পৃথিবীটা তাদের কাছে অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকার থেকে আমরা মায়েদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আজকের এই ছোট্ট আয়োজন।’
তামিম আশরাফ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া