উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগেই লন্ডনের উদ্দ্যেশে দেশ ছেড়েছিলেন বিএনপির চেয়ারপারস ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও সফরসঙ্গী ডা.এজেডএম জাহিদ। দীর্ঘদিন পর পরিবারের সদস্যেদের সঙ্গে সময় কাটাতে পেরে মানসিকভাবে আগের চেয়েও ভালো আছেন বলে জানান তিনি।
১২ ফেব্রুয়ারি লন্ডনে গনমাধ্যমের সঙ্গে আলাপ কালে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ডা.জাহিদ বলেন, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে তি নি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখবাল করছেন প্রফেসর পেট্রিক কেনেডি, ও জেনিফার ক্রসে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার এই সহকারী আরও বলেন, মাঝেমধ্যে যেসব পরিক্ষা-নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন।
বিএনপির এই নেতা বলেন, বাসায় খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান ও রিন নাতনি ব্যরিষ্টার জায়মা রহমান, জাহিয়া রহমান, ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন। ফলে মানসিকভাবে তিনি আগের চেয়েও ভালো আছেন।