রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে মোবাইল জার্নালিজমের ওপর ‘জার্নালিজম ইন দ্য এজ অব মোবাইল অ্যান্ড সোশ্যাল মিডিয়া’ শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণিকক্ষে সেশনটি অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবিল খান জামিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধানের সভাপতিত্বে সেশনটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক সহিবুর রহমান।
ড. কাবিল খান জামিল বলেন, বর্তমানে সংবাদের সংজ্ঞায়ন করা হয় ‘নিউজ ইজ মোবাইল, নিউজ ইজ সোশ্যাল মিডিয়া’ হিসেবে। আধুনিক সাংবাদিকতা করার ক্ষেত্রে মোবাইল ফোনের অবদান অপরিহার্য। মোবাইল সাংবাদিকতা মূল ধারার সাংবাদিকতার গতিপ্রকৃতি বদলে দিয়েছে। সময়ের সঙ্গে তাল মেলাতে তাই শিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রয়োজনীয় কয়েকটি অ্যাপ ইনস্টল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন তিনি।