বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য সচিব ড. মোঃ হারুন-অর রশিদের স্বাক্ষরে প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তীতে ১১১তম সভায় অনুমোদিত হয়।
নির্দেশনায় জানানো হয়, শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিংবা নাম ব্যবহার করে রাজনৈতিক কার্যকলাপে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের মতো শাস্তিও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য এবং লেজুড়বৃত্তিক রাজনীতিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে কেবল অভ্যন্তরীণ শৃঙ্খলা বিধি নয়, প্রয়োজনে দেশের প্রচলিত আইনের আওতায়ও ব্যবস্থা নেওয়া হবে।
একইসঙ্গে জানানো হয়েছে, কোনো শিক্ষার্থী যদি বহিরাগত, পুলিশ, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর দ্বারা নির্যাতনের শিকার হন, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করবে।