বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে নিহত চারজনের মরদেহ দীর্ঘ ১ মাস ১০ দিন পর বুঝিয়ে দেয়া হলো। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
বিচার দাবি করে স্বজনরা বলেন, রাজনৈতিক রোষানলে পড়ে এভাবে যেন আর কাউকে প্রাণ হারাতে না হয়। মরদেহগুলো হলো, রাজবাড়ির আবু তালহা (২৩), চন্দ্রীমা চৌধুরী সৌমি (২৮) ও এলিনা ইয়াসমিন (৪৪) ও পুরান ঢাকার নাতাশা জিয়াসমিন নেকি (২৫)।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহাম্মেদ বিশ্বাস বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় মরদেহ চারটি সম্পূর্ণ পোড়া ছিল। এজন্য চেহারা দেখে শনাক্ত করার উপায় ছিল না। পরে আদালতের আদেশক্রমে দাবিকৃত স্বজনদের ও মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস ম্যাচিং করা হয়। এর মাধ্যমে শনাক্ত করে আজ লাশগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হলো।