রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বেরোবিকে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে পেশাদারিত্বকে গুরুত্ব দিতে হবে। কঠোর শৃঙ্খলাবোধের সহিত সকলকে নিজের কাজ করারও আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৭ মে) সকালে কাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য আয়োজিত ‘বায়োমেট্রিক হাজিরা করনীয় ও ব্যবহারবিধি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বেরোবি উপাচার্য।
উপাচার্য বলেন, একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে সময়ানুবর্তিতা চর্চা জরুরি। এ জন্য সকল বিভাগ ও দপ্তরে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু করা হয়েছে। আশা করা যায়, এতে সকলে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করায় অনুপ্রাণিত হবেন।
তিনি আরও বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এর মাধ্যমেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। এ ছাড়া, সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন।