বেরোবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে জয়-মেহেদী
রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয় (আহ্বায়ক) এবং অর্থনীতি বিভাগের মো. মেহেদী হাসান (সদস্য সচিব)।
রবিবার (২৩ মার্চ) সংগঠনটির বর্তমান আহ্বায়ক শরীফ ওসমান হাদি এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মো. নাঈম ইসলাম, আর যুগ্ম সদস্য সচিব হয়েছেন ইংরেজি বিভাগের বায়জিদ বোস্তামী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. নেজাজ ইসলাম, আব্দুল মজিদ, মো. মুসতাকিম মিয়া, মো. সানোয়ার ইসলাম, জাকারিয়া ইসলাম, তামিম ইকবাল, মো. সাকিব মিয়া, মো. মাহবুব আলী, মো. নাদিম মিয়া, মো. জাহিদ ইসলাম, মো. জিসান ইসলাম এবং মো. সালেহ উদ্দীন।
নবনিযুক্ত আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, ইনকিলাব মঞ্চ গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের যে কোনো নৈতিক আন্দোলনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
যুগ্ম আহ্বায়ক মো. নাঈম ইসলাম বলেন, সংগঠনটি কোনো শাসকের অন্যায় শাসন মেনে নেবে না এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকবে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
ইনকিলাব মঞ্চকে একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করে বলা হয়েছে যে, এটি আধিপত্যবাদবিরোধী সংগ্রামে নিবেদিত এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।