রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন, একাডেমিক ভবন-২, একাডেমিক ভবন-৩ ও একাডেমিক ভবন-৪ এ বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২১৫০ জন ভর্তীচ্ছু পরীক্ষার্থী অংশ নেন।
এ পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই সমগ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। সকাল ৯টা ৪৫ মিনিট হতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। পরে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষে তারা একে একে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেন।
পরীক্ষা শেষে লালমনিরহাট থেকে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী জানান, পরীক্ষার প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে। অ্যাকাউন্টিংয়ের ম্যাথে কিছু জটিল হিসাব থাকলেও ম্যানেজমেন্টের প্রশ্ন সহজই এসেছে।
অপর এক শিক্ষার্থী বলেন, পরীক্ষার পরিবেশ ভালোই ছিল সার্বিকভাবে। আমি আমার জায়গা থেকে ভালোভাবে পরীক্ষা দিতে চেষ্টা করেছি। আশা করি ভালো কিছু হবে।