রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে এবং খাতা মূল্যায়নে পক্ষপাতিত্ব ও শিক্ষার্থীদের হয়রানি বন্ধে নাম ও রোল নম্বরবিহীন খাতা মূল্যায়ন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ও ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামানিক।
ড. মো. ইলিয়াছ প্রামানিক জানান, একাডেমিক কাউন্সিলের সদ্যসমাপ্ত বৈঠকে নাম ও রোল নম্বরবিহীন পরীক্ষার খাতা মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন এই পদ্ধতিতে পরীক্ষকরা জানতে পারবেন না কোন খাতা কোন শিক্ষার্থীর, ফলে নম্বর প্রদানে পক্ষপাতিত্বের সুযোগ আর থাকবে না।
নতুন এই ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরাও। তাদের মতে, দীর্ঘদিন ধরেই কিছু শিক্ষক পছন্দের শিক্ষার্থীদের বাড়তি নম্বর দেন এবং যারা মতবিরোধে জড়ান, তাদের নম্বর কমিয়ে দেন। এতে প্রকৃত মূল্যায়ন ব্যাহত হয়। শিক্ষার্থীরা আশা করছেন, নতুন পদ্ধতিতে এমন অন্যায় আচরণ বন্ধ হবে এবং প্রত্যেকে তার প্রকৃত লেখার ভিত্তিতে প্রাপ্য নম্বর পাবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতেই একাডেমিক কাউন্সিল নাম-রোলহীন খাতা মূল্যায়ন চালুর সিদ্ধান্ত নেয়।