রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন এবং একাডেমিক ভবন ২, ৩ ও ৪-এ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৩২৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী বেরোবিতে পরীক্ষায় অংশ নেন। এর পাশাপাশি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, দি মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুর কেন্দ্রে মোট ১২৭৬৩ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে শামিল হন।
পরীক্ষা উপলক্ষে সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ১০টার দিকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেন ভর্তীচ্ছু পরীক্ষার্থীরা। পরীক্ষা ১১টা থেকে শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানান, সুষ্ঠু আয়োজনের মাধ্যমে বেরোবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনোরূপ অসদুপায় অবলম্বন বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকল পরিস্থিতি সামাল দিতে বেরোবির দুটি প্রক্টরিয়াল টিম কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করেই রংপুরের সকল কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ সময়, আগামী ২৮ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বেরোবিতে অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য।
পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা আয়োজনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সৈয়দপুর থেকে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী জানান, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। তবে পদার্থবিজ্ঞান বেশ কঠিন মনে হয়েছে। বাকিটা রেজাল্টের পর জানা যাবে।
ওই শিক্ষার্থীর অভিভাবক বিডিএন৭১কে বলেন, দূর থেকে এলেও তাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি। সুন্দরভাবে তাঁর ভাতিজা পরীক্ষা দিতে পেরেছেন।
এর আগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পাশাপাশি উপকেন্দ্রগুলোতে গত ২৫ জানুয়ারি ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় মোট ১১৭৪৩ এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় ১৯৩০ জন শিক্ষার্থী অংশ নেন। সাধারণত ৩০ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়ে থাকে।