রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নাটোর জেলা থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা সমিতি’-এর ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন নেতৃত্বে এসেছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. ফরিদ শাহ্ (১৩ তম আবর্তন) এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ মাহিন আহমেদ (১৪ তম আবর্তন)।
বুধবার (৩০ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্ত কমিটি আগামী এক বছরের জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: নাইমুল ইসলাম নিরম, মো: ইমাম, মো নাঈম পারভেজ, উম্মে সিরাতুন জান্নাত , মোঃ সুমাইয়া খান অনামিকা, মোঃ মঈন উদ্দিন ভুইয়া, ফারহানা জান্নাত, ইসরাত তামান্না, তালিমুন নেসা, মাধুর্য হোসাইন।
সাংগঠনিক সম্পাদক পদে আছেন মোছাঃ আফরিন আক্তার, আবু সাঈদ , ইয়ামিন হুসাইন , মোঃ আশিকুল ইসলাম এবং উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: আতিক হাসান লিটন।
দায়িত্ব পেয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, আমাকে এ দায়িত্ব দেওয়ায় জেলা সমিতির সকলকে ধন্যবাদ। আমি আমার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করার চেষ্টা করব এবং জেলা সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।
নবনির্বাচিত সভাপতি বলেন, আমাকে সভাপতি এবং আমার স্নেহের ছোট ভাই মো: মাহিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ নাটোর জেলা সমিতি, বেরোবিকে। আপনারা আমাদের যে বিশ্বাসে দায়িত্ব দিয়েছেন, তা আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করব। আমাদের সমিতির উন্নয়ন, একতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। একই সাথে তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।