রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি রোড,বকুল তলা, গ্যারেজ রোড, মিডিয়া চত্বরের গাছে গাছে অর্ধশতাধিক মাটির হাঁড়ির দেখা মিলছে। ৭৫ একরের ক্যাম্পাসে গাছে গাছে এ রকম হাঁড়ি ঝুলার দৃশ্য বেশ অভিনব মনে হতে পারে যে কারোরই। আসলে পাখিদের নিরাপদ আশ্রয়স্থান তৈরিতে গাছে গাছে এই মাটির হাঁড়ি স্থাপন করেছেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশনের (ব্রুবা) কয়েকজন তরুণ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাখিদের বাসস্থানসমৃদ্ধ নানা স্থানে উক্ত হাঁড়িগুলো স্থাপন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ রানা এ প্রসঙ্গে বলেন, ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের, স্মরণে ২১ ফেব্রুয়ারি বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশনের (ব্রুবা) উদ্যোগে বেরোবি ক্যাম্পাসে অতিথি পাখিসহ দেশীয় প্রজাতির পাখির নিরাপদ আশ্রয়স্থলের জন্য গাছে গাছে মাটির হাড়ি স্থাপন করেছি আমরা। এ ছাড়া, বিকেলে শহীদ আবু সাঈদ বই মেলায় ব্রুবার বুক স্টলে (১৬ নং) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ নির্ণয় ক্যাম্প পরিচালনা করা হয়েছে। সংগঠনের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
সভাপতি শাহরিয়ার ফেরদৌস স্মরণ একটি মানবিক ও সামজিক সংগঠন হিসেবে ব্রুবার কথা উল্লেখ করে বলেন, সকল মানবিক ও সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও মানবসেবায় নিশ্চিত করা ব্রুবার সকল সদস্যের দায়িত্ব । সেই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে স্মরণীয় করে রাখতে আমাদের (সংগঠনের) পক্ষ থেকে বেরোবি ক্যাম্পাসের গাছে গাছে মাটির হাড়ি স্থাপনের পাশাপাশি শহীদ আবু সাঈদ বই মেলায় ব্রুবার বুক স্টলে (১৬ নং) ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।