রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) যোগাযোগ ও সাংবাদিকতা সংশ্লিষ্ট স্কিল ডেভেলপমেন্ট সংগঠন কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, বিআরইউআর-এর কার্যকরী কমিটি প্রকাশিত হয়েছে।
ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেজাম্মেল হক হৃদয়। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী বখতিয়ার নাসিফ আহাম্মেদ।
মঙ্গলবার (২৭ মে) রাতে সংগঠনটির উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ কার্যমেয়াদের জন্য কার্যকরী কমিটিটি প্রকাশ করা হয়। আগামী এক বছর এই কার্যকরী কমিটির মেয়াদ থাকবে।
কমিটির অন্যান্য পদধারীরা হলেন সহ-সভাপতি হাজিম উল হক, রূপা চক্রবর্তী; যুগ্ম-সাধারণ সম্পাদক রুশাইদ আহমেদ, আকবর আলী; সাংগঠনিক সম্পাদক মো. মুনিরুল ইসলাম, ফারহানা তাসনিম ইমি ও মাইমুনা আক্তার মিম; পাবলিক রিলেশনস সম্পাদক রাকিবুল হাসান মুন্না, ভিজ্যুয়াল মিডিয়া সম্পাদক নাকিবুল হাসান, ইভেন্ট এন্ড প্ল্যানিং সম্পাদক মাহিম মুনতাসির, কোষাধ্যক্ষ তানজিন জাহান ইভা। এ ছাড়া, কার্যকরী সদস্য হিসেবে আছেন চৈতি ঘোষ, তৃষা কুন্ডু, মিম শিকদার, দিবা রানী চৌধুরী, রবিউল ইসলাম ও পারভেজ সেখ।
এ বিষয়ে ক্লাবটির সভাপতি মোজাম্মেল হক হৃদয় বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক, প্রফেশনাল ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা অর্জনের লক্ষ্যে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নেটওয়ার্কিং, যোগাযোগ, হোস্টিং, প্রেজেন্টেশন, এডিটিং, রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন, গবেষণাসহ অন্যান্য বিষয়ে নিজেদের স্কিল ডেভেলপমেন্টে সর্বোচ্চটুকু অর্জন করতে পারবে এই সংগঠনের মাধ্যমে।
সাধারণ সম্পাদক বখতিয়ার নাসিফ আহাম্মেদ বলেন, যে কোনো বিভাগের একাডেমিক পড়াশোনা তেমন ক্যারিয়ার-অরিয়েন্টেড নয়। এ ছাড়া, আমাদের নানা বিষয়ে সীমাবদ্ধতাও রয়েছে। এরপরও সেই জায়গা থেকে নিজেদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্লাব গঠিত হয়েছে। এই ক্লাবের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগাযোগ ও সাংবাদিকতা সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধি করতে পারবেন বলে আশা করি।