রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফ্যাক্টচেকিং ও ডিজিটাল হাইজিনের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের বাংলা বিভাগের গ্যালারি রুমে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের উদ্যোগে (এমআরডিআই) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ৫০ জন এই কর্মশালায় অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর কর্মশালাটিতে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, সত্যকে তুলে ধরা এবং মিথ্যাকে বের করা সাংবাদিকদের মহান দায়িত্ব। তবে বর্তমানে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ছড়িয়ে পড়ছে। এগুলো প্রতিরোধে ফ্যাক্ট চেক এবং ডিজিটাল হাইজিন সম্পর্কে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি এ ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়ে আরও আয়োজনের লজিস্টিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি, ফ্যাক্ট চেক ও ডিজিটাল হাইজিন সংক্রান্ত বিষয়ে অধ্যায়নের সুবিধার্থে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাবকে সচল করার কথা বলেন উপাচার্য।
এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, এমআরডিআই যেহেতু সংবাদ-মাধ্যম উন্নয়নে কাজ করে তাই এর অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উন্নয়নে বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।
এর আগে, এমআরডিআইকে এ কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান বলেন, গতানুগতিক ক্লাস-পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকতা বিভাগ এ ধরনের আয়োজন আরও বেশি বেশি চায়। এর জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি।
একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে সামাজিক মাধ্যমে অপতথ্যের প্রসার রোধের প্রতি গুরুত্বারোপ করেন। কর্মশালাটিতে বিভাগের অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।