রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে শহিদ আবু সাঈদ বইমেলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ আবু সাঈদ এবং শহিদ ফেলানীর পিতা বইমেলাটির উদ্বোধন করবেন বলে জানা গেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ঢাকায় বাংলা একাডেমিতে যেভাবে জাঁকজমকপূর্ণভাবে বইমেলার আয়োজন করা হয় সেখানে উত্তরবঙ্গ থেকে সকলে যাওয়ার সুযোগ পান না৷ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এর আগে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এর আগে বইমেলার আয়োজন করেছে। তবে আমরা তা আর চাই না। এজন্য শহিদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে আমরা তাঁরই নামে প্রশাসনের পক্ষ থেকেই বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছি।
উপাচার্য জানান, ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। মেলায় রংপুরের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছাড়াও দেশের বিখ্যাত নানা প্রকাশনা সংস্থা স্টল দিবে। এখন পর্যন্ত ৪০টির মতো স্টল দেওয়ার বিষয় চূড়ান্ত করা হয়েছে বলে উল্লেখ করেন ড. মো. শওকাত আলী।
এ সময়, বেরোবি উপাচার্য ২১ ফেব্রুয়ারি বইমেলায় বিশেষ অতিথি হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার এবং ২২ ফেব্রুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত থাকবেন বলে জানান।
এ ছাড়া, ঢাকার মতো আবু সাঈদের নামাঙ্কিত এই বইমেলায় যেন অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে সে বিষয়ে সকলের সহযোগিতা চান বেরোবি উপাচার্য।