ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নার্থে সার্বিক নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবেন।
আরইউএস