কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচির আহ্বান জানিয়েছেন।
আজ (১ আগস্ট) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাসেল চত্বরে এ কর্মসূচির আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ।
এ বিষয়ে কথা বলতে মুঠোফোন তার সাথে যোগাযোগ করা হলে, বাইরে বৃষ্টিতে আছি পরে কথা বলবো বলে কল কেটে দেন তিনি।
রাতুল/রুশাইদ