বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বিজয় দিবসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন ( ব্রুবা)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে ১৬ ডিসেম্বর সোমবার ” তুচ্ছ নয় রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ” এই স্লোগান কে সামনে রেখে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন এর যাত্রা শুরু করে। বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা) এর ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করে।বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা) এর প্রতিষ্ঠাতাকালীন দায়িত্বে আছেন শাহরিয়ার ফেরদৌস স্মরণ সভাপতি ও মাসুম রানা সাধারণ সম্পাদক।
ব্রুবার আয়োজনে আজ বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ ও আরএইচ মান নির্ণয় কর্মসূচি আয়োজন করে।বিনামূল্যে রক্তের গ্রুপ ও আরএইচ মান নির্ণয় কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।
বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা) এর সভাপতি শাহরিয়ার ফেরদৌস স্মরণ বলেনবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্লাড এসোসিয়েশন( ব্রুবা) একটি স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সংগঠন । সেই সাথে আরো যোগ করতে চাই রক্তদান কোন তুচ্ছ বিষয় নয় এটি এমন একটি মানবিক কাজ যা একজন মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষা করতে পারে।” তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ “এই ভাবনাকে কেন্দ্র করে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। সেই সাথে আমাদের কমিটির মূল লক্ষ্য হবে রক্তদান কর্মসূচিকে আরো গতিশীল ও জনমুখী করা
সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা বলেন মানবিক কাজকে প্রাধান্য দিয়ে আমাদের সংগঠনের পথচলা,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তদান ও মানবসেবায় উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা করার লক্ষ্যে এই সংগঠনে(ব্রুবা)র পথচলা শুরু।
এই লক্ষ্যকেই সামনে রেখে সবাই নিয়ে সংগঠন পরিচালনা করবো ইনশাআল্লাহ।
সাধারণ শিক্ষার্থীদের বিশ্বাস বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা) এর দ্বারা সাধারণ মানুষ উপকৃত হবেন। তুচ্ছ নয় রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ এই স্লোগান সার্থক করতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে মানুষের জন্য
মাহিম//বিএন