বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দিনব্যাপী অবস্থান কর্মসূচির পর অবশেষে শিক্ষা ব্যবস্থার স্বয়ংক্রিয়করণ বা অটোমেশনের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০ জানুয়ারি (মঙ্গলবার) মধ্যরাতে এ কারিগরি কমিটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার উপাচার্যের সম্মেলন উপাচার্যের সভাপতিতে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এতে সংহতি জানায় ইসলামী ছাত্রশিবির জাবি শাখা ও ইতিহাস সংসদের ভিপি শাকিল আলী।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন- পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান ও সদস্য সচিব করা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজাকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-উপাচার্য (শিক্ষা) ও আইসিটি সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, একই বিভাগের অধ্যাপক ড. মো. মুশফিক আনোয়ার, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, আইআইটির অধ্যাপক অধ্যাপক ড. শামীম আল মামুন, ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাফাসন জানি।
কমিটিকে পরবর্তী ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে একটি বাস্তবমুখী, টেকসই ও গতিশীল কর্মপরিকল্পনা তৈরী করে তা গণমাধ্যমের সামনে উপস্থাপন করার নির্দেশনা দেয়া হয়। কমিটিতে প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতা উপাচার্যকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে এবং জাবিকে একটি ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গতকাল টানা ১২ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করি আমরা। প্রশাসন আমাদের দাবির মুখে রাতেই দাবি পূরণের লক্ষ্যে একটি কমিটি গঠন করে এবং ৩ কার্যদিবসের মধ্যে অটোমেশন এর পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশের কথা অঙ্গীকার করে৷ আমরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।
রবি//বিএন