বাংলালিংক আয়োজিত “বৈশাখে বাংলামী” ইভেন্ট এ প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম বৃহৎ সাংস্কৃতিক সংগঠন সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য।
সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মাহফুজুর রহমান পুনম বলেন, আমি মনে করি শুধু এটা আমার বা সেঁজুতির অর্জন না এটি পুরো বিশ্ববিদ্যালয়ের অর্জন।আর আমি সবথেকে তাদের প্রতি কৃতজ্ঞ যারা এই প্রোগ্রামটিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে এবং দিন রাত এক করে শ্রম দিয়েছে।আর এই প্রাপ্তি হাবিপ্রবির বুকে এক নতুন মাইলফলক।আবার নতুন কোন কাজ নিয়ে দেখা হবে,সবাই সেঁজুতির সাথে থাকবেন।
সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক তকী তাহমিদ মাহিন বলেন,হাবিপ্রবির অন্যতম সাংস্কৃতিক সংগঠন সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য। আমরা আমাদের সৃষ্টিশীল সংস্কৃতি নিয়ে বিশ্ববিদ্যালয়টিকে দেশের বুকে তুলে ধরতে চাই। আমরা বিশ্ববিদ্যালয়টিকে সবসময়ই নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বাঙলামিতে অংশগ্রহণ করা এবং একটি অনন্য অর্জন। আশা রাখছি সেঁজুতি ভবিষ্যতে আরো ভালো কাজ নিয়ে উপস্থিত হবে।
ইভেন্ট বক্স ও বাংলালিংক ডিজিটালের যৌথ আয়োজনে ‘বৈশাখে বাংলামি’ নামে ফ্ল্যাশমব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন। এই প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যম এবং তৃতীয় স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়