বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২৭টি দেশের মধ্যে ১৯.৪ স্কোর নিয়ে তিন ধাপ নিচে নেমে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৮১তম ও স্কোর ছিল ১৯। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স এই সূচক প্রকাশ করেছে।
সূচক অনুযায়ী, ক্ষুধার মাত্রা উচ্চমাত্রায় থাকলেও বাংলাদেশ ক্ষুধা নিরসনে ভালো করছে। তবে এখনও ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। আর ২ দশমিক ৯ শতাংশ শিশু তার পঞ্চম জন্মদিনের আগেই মৃত্যুবরণ করে।
