বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট একটি নতুন (আহ্বায়ক) কমিটি গঠন করা হয়েছে।
নেতৃত্বে রয়েছেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ৪ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ছাড়া বাকিরা হলেন-সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতেমা।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলাম।
সারজিস বলেন, সারাদেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। মূলত এটাকে রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। যারা আমাদের মধ্য থেকেও এ ধরনের অপকর্ম করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আমাদের কমিটিতে পুর্নগঠন প্রয়োজন। তাছাড়া আগামীতেও অনেক কাজ রয়েছে, যা বাস্তবায়নে সারাদেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দিতে হবে।
এসময় সারজিস আরও বলেন, এই চারজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সারাদেশে কাজ করবে। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তিনি বলেন, সদ্যগঠিত এই আহ্বায়ক কমিটি শুধু জেলা-উপজেলা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করতে কাজ করবে।
আয়নুল/