ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ছাত্রদলের ছয় কর্মী একযোগে পদত্যাগ করেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) তারা লিখিতভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন— কাওসার হাসান মিয়াদ, আহসান উল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম ও মেহেদী হাসান চঞ্চল।
ঘোষণাপত্রে তারা উল্লেখ করেছেন, জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থানে তারা ছাত্রদলের নির্দেশে সক্রিয়ভাবে অংশ নেন এবং আন্দোলনে নেতৃত্ব দেন। তবে সম্প্রতি প্রকাশিত ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটিতে তাদের কোনো পূর্বানুমতি বা আলোচনা ছাড়াই পদায়ন করা হয়েছে।
এ ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন।
এ বিষয়ে কাওসার হাসান মিয়াদ বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি করছি এবং আসন্ন কমিটিতে পদপ্রার্থী। রাজনৈতিকভাবে বিতর্কিত করতে আমাদের নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন। তাই তারা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আরইউএস