ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার সকালে বোমা হামলার হুমকি পাওয়া যায়। তবে তল্লাশি শেষে কোনো বোমা বা বোমা সদৃশ বস্তু খুঁজে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
হুমকির পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা টানটান উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছিল।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে নিরাপদে জরুরি অবতরণ করে।
এক বিবৃতিতে তিনি জানান, একটি অজ্ঞাত নম্বর থেকে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি আসে। তবে সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে পৌঁছেছেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। পরে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিমানটিতে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয়কারী দল। তবে তারা বোমা বা সন্দেহজনক কোনো বস্তু খুঁজে পায়নি।