বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী এবং জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৪ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির এবং মুজাহিদুল ইসলাম শাহীন।
গত ১৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।
এক সময় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি সহায়তা প্রদানকারী প্রধান আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০১৩ সালের ১২ ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পাঁচ দিন পর, ১৭ ডিসেম্বর তিনি দেশ ছাড়েন এবং এরপর প্রায় ১১ বছর দেশের বাইরে অবস্থান করেন।
বিদেশে থাকাকালীন, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-তে প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন। তবে ২০২৩ সালের ১৭ আগস্ট সেখান থেকেও পদত্যাগ করেন তিনি।
গত বছরের ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। উল্লেখ্য, ২০২০ সালে তাঁর প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে এবং একপর্যায়ে লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাও নেন তিনি।