বর্ণবাদের দায়ে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের চার ফুটবলারকে গ্রেফতার করেছে ব্রাজিলের সাও পাওলো পুলিশ।
ঘটনা ব্রাজিলের লেডিস কাপে। গত শুক্রবার (২০ ডিসেম্বর) টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার রিভার প্লেট ও ব্রাজিলের গ্রেমিও।
কিন্তু বর্ণবাদের ঘটনায় ম্যাচ প্রথমার্ধেই বন্ধ হয়ে যায়। রিভার প্লেটের ক্যান্ডেলা দিয়াস একজন বল বয়কে উদ্দেশ্য করে বানরের অঙ্গভঙ্গি করেন। পুলিশের জিজ্ঞাসায় দিয়াসের সঙ্গে তার সতীর্থ জুয়ানা ক্যাঙ্গারো, মিলাগ্রোস নাইকেন ডিয়াজ এবং ক্যামিলা আইলেন ডুয়ার্তেকেও বর্ণবাদের জন্য দায়ী করেন সে বল বয় ও প্রত্যক্ষদর্শীরা।
অভিযোগের ভিত্তিতে চার খেলোয়াড়কেই আটক করা হয়। খেলোয়াড়দের পুলিশি হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী থাইস সানকারি। খেলোয়াড়দের সর্বোচ্চ সহযোগিতায় পাশে থাকার বার্তা দিয়েছে রিভার প্লেট।
বিএন