ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর গ্রামাদোয় ১০ জন যাত্রী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানের সকল আরোহী প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এ খবর জানিয়েছে রয়টার্স।
গ্রামাদো শহরটি রিও গ্রান্দে দো সুল রাজ্যে অবস্থিত। রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে লিখেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটির আরোহীদের কেউই জীবিত নেই।
দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়, যার ফলে আশেপাশের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের জননিরাপত্তা বিভাগ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে ধাক্কা খায়, এরপর আরেকটি বাড়ির দ্বিতীয় তলায় আছড়ে পড়ে। শেষে এটি একটি আসবাবপত্রের দোকানের ভেতরে বিধ্বস্ত হয়। বিমানের কিছু ধ্বংসাবশেষ কাছের একটি হোটেলের কাছে গিয়ে পড়ে।
চলতি বছরের শুরুতেই রিও গ্রান্দে দো সুল রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। ওই সময় অনেক মানুষের প্রাণহানি ছাড়াও শহরের অবকাঠামো এবং অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছিল।