বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কোল জুড়ে সন্তান আসবে একমাসপরেই। এই মুহূর্তে সব ধরনের কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে রয়েছেন হবু মা দীপিকা। তবে ভক্তদের ভুলেননি অভিনেত্রী।
এক প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মনটাও পড়ে রয়েছে ভক্তদের কাছে। আর তাইতো নিজের বিশ্রামের দিকটা খেয়াল রাখার পাশাপাশি সুযোগ পেয়ে লাইভে এসে এক বিশেষ বার্তা দিয়ে গেলেন অভিনেত্রী।
সম্প্রতি ‘কল্কি ২৮৯৮’ ব্লকবাস্টার হওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগ পাননি দীপিকা। কারণ, নানাভাবেই নিজের ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে পড়ছিলেন তিনি।
লাইভে ভিডিও বার্তায় দীপিকা বলেন, ‘কল্কিকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করেছে পুরো টিম। তাই তো ভবিষ্যতের জন্য ভালোবাসা চাই।’