বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে ভুল তথ্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছে দেশের খ্যাতনামা ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রতিবেদনটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাতে অনলাইনে দেওয়া এক ঘোষণায় পত্রিকাটি জানায়, দিনাজপুরের হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে লিখিত প্রতিবেদনটি যথাযথভাবে যাচাই না করেই প্রকাশিত হয়েছিল, যা তাদের সম্পাদকীয় নীতিমালার পরিপন্থী। পরে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, ভবেশ চন্দ্র রায় ছিলেন দিনাজপুরের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি। তিনি গত ১৭ এপ্রিল রাতে মৃত্যুবরণ করেন।
এরপর ডেইলি স্টার এক প্রতিবেদনে উল্লেখ করে, “দিনাজপুরে অপহরণের পর হিন্দু নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।” তবে বিভিন্ন মহল থেকে এই তথ্যকে অসত্য দাবি করা হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে।
পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভবেশ চন্দ্র রায়ের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এই বিভ্রান্তিকর প্রতিবেদন ভারতের কিছু সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়, যার ফলে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে এক ধরনের উত্তেজনা দেখা দেয়। ভারত এই ঘটনাকে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত নিপীড়নের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে।
পরবর্তীতে বাংলাদেশ সরকার এক পাল্টা বিবৃতির মাধ্যমে ভারতের অবস্থানের প্রতিবাদ জানায়। ডেইলি স্টার জানায়, পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থার রিপোর্ট বিশ্লেষণের পর তারা বুঝতে পারে, তাদের উৎস যাচাইয়ে ত্রুটি হয়েছিল এবং এ কারণে তারা দুঃখ প্রকাশ করে প্রতিবেদনটি প্রত্যাহার করেছে।