পরিচালক সঞ্জয় সমাদ্দার নতুন সাসপেন্স থ্রিলারের মাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে উপস্থাপন করতে যাচ্ছেন এক ভয়ংকর সুন্দর রূপে। অত্যন্ত গ্ল্যামারাস লুক, রক্তের ছাপ ও ছিটে, টকটকে লাল লিপস্টিক আর ভয় ধরানো দৃষ্টিতে এই অন্য রকম তানজিন তিশা সাড়া ফেলে দিয়েছেন।
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা দীপ্ত প্লে অরিজিনাল ওয়েবফিল্ম পয়জন এর টিজার রিলিজ করা হয়েছে। আর সেখানেই তিশাকে দেখা গেছে বিভিন্ন ভয়ংকর দৃশ্যে, অথচ অত্যন্ত আকর্ষণীয় লুকে। সাম্প্রতিক সময়ে নতুন প্রজন্মের আলোচিত অভিনেতা আবু হুরাইরা তানভীর রয়েছেন তানজিন তিশার বিপরীতে এখানে। অপরাধজগতের সঙ্গে সম্পৃক্ততার ছাপ টিজারে। তানজিন তিশা এখানে একজন গ্ল্যামারাস নায়িকার ভূমিকায় রয়েছেন।
আর এর সঙ্গে মানানসই পোশাক, হাই হিলস, স্টাইলিশ ব্যাগ দেখা যাচ্ছে। মেক আপেও গ্ল্যামারের আধিক্য। বোল্ড হেয়ারস্টাইল আর লাল লিপস্টিক আবেদন ছড়াচ্ছে তিশার লুকে। তাঁর ডায়লগ ডেলিভারি আর বডি ল্যাঙ্গুয়েজেও রয়েছে আবেদনময় আমেজ।