মোছাঃ জান্নাতুল ফেরদৌস,নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে এই সফল আয়োজনে যারা নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে রয়েছেন রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে শ্রেণিকক্ষে পৌঁছানো পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করেছেন তারা। যানজট নিয়ন্ত্রণ, পরীক্ষার কেন্দ্র দেখিয়ে দেওয়া, সিট তালিকা শনাক্ত করতে সহায়তা করা, এমনকি দিকনির্দেশনামূলক সাইনবোর্ড বসানোসহ বিভিন্ন কার্যক্রমে তারা সক্রিয় ভূমিকা রাখেন।
শুক্রবার (৯ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছিল সুসংগঠিত প্রস্তুতি। রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবীরা দায়িত্বশীলভাবে কাজ করে যানজট নিরসন, কেন্দ্র খোঁজার সহায়তা এবং দেরিতে আসা শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বিশেষ সহায়তা পান অসুস্থ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও।
রোভার স্কাউটের এক সদস্য জানান, “গেট থেকে সিট পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দেওয়া এবং যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান করাকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমরা আন্তরিকতা নিয়ে আমাদের দায়িত্ব পালন করেছি এবং ভবিষ্যতেও করব।”
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, সেচ্ছাসেবীরা তাদের সঠিক হলে পৌঁছাতে যথেষ্ট সহায়তা করেছেন।