জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এবছর অংশ নেবে ১৮ হাজার ৫৩২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এতে ‘এ’ ইউনিটের পরীক্ষার্থী ৯ হাজার ১৯৭ জনের মধ্যে উপস্থিত ছিল ৮ হাজার ৪০৫ জন। অনুপস্থিত ছিল ৭৯২ জন। উপস্থিতির হার ৯১.৩৮ শতাংশ।
শনিবার (২৭ এপ্রিল ) এ ইউনিট-বিজ্ঞান ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নতুন একাডেমিক ভবনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহায়তা করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন, এসোসিয়েশন ও অনুষদের পক্ষ থেকে সহায়তা ও তথ্যকেন্দ্র গুলো।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র’ ও পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ সেবা দিয়েছে।
গ্রীন ভয়েস সংগঠন, সনাতন বিদ্যার্থী সংসদ, আইন অনুষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সাহায্য করতে স্টল গুলো কাজ করেছে।
এছাড়াও বিভিন্ন বিভাগীয়, জেলা-উপজেলা এসোসিয়েশনের পক্ষ থেকে ছিল তথ্য ও সহায়তা কেন্দ্র। যেমন -রংপুর ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, হালুয়াঘাট-ধোবাউড়া স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন, নেত্রকোণা স্টুডেন্ট’স এসোসিয়েশন, পূর্বধলা স্টুডেন্টস্ এসোসিয়েশন (নেত্রকোণা), ভালুকা স্টুডেন্টস্ এসোসিয়েশন, টাঙ্গাইল স্টুডেন্ট’স এসোসিয়েশন, শেরপুর সেতুবন্ধন, স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব গফরগাঁও।
এসকল স্বেচ্ছাসেবী কেন্দ্র গুলোতে দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা তাদের যাবতীয় জিনিসপত্র ব্যাগ, মোবাইল ফোন, বই জমা রাখে সেইসাথে পানির ব্যবস্থা, বিশ্রামের সুযোগ ও নানা তথ্য সরবরাহ করে সাহায্য সহযোগিতা করেছে।
এছাড়াও পরীক্ষার্থীদের সর্বদা দিক-নির্দেশনা দিয়ে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রশাসনকে সহযোগিতা করেছে ভলেন্টিয়াররা।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।