ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামানসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যবৃন্দ।
বৈঠকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও তথ্য ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ভর্তি পরীক্ষা কেন্দ্র করে গুজব প্রতিরোধ, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষাকে ঘিরে অভিভাবক ও পরীক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।