সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন বাতিল হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
দেশটির নতুন কঠোর ভিসা নীতির কারণে ভারতীয়দের পক্ষে ভিসা পাওয়া আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগে প্রায় ৯৯ শতাংশ ভারতীয় আবেদনকারী সহজেই ভিসা পেতেন। কিন্তু বর্তমানে ভিসা বাতিল হওয়ার হার বেড়ে ৬ শতাংশ ছাড়িয়েছে, যা আগে ছিল মাত্র ২ শতাংশ। এর ফলে আবেদনকারীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ ভিসা বাতিল হওয়ার পর তাদের হোটেল ও ফ্লাইট বুকিংও বাতিল করতে হচ্ছে।
দুবাই সরকারের নতুন ভিসা নীতিমালার আওতায় পর্যটকদের হোটেল রিজার্ভেশন, বিমানের টিকিট, রিটার্ন টিকিটসহ যাবতীয় তথ্য ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হচ্ছে। এ ছাড়া পর্যটকদের ব্যাংক ব্যালেন্স ও শেষ তিন মাসের বেতনসহ ন্যূনতম ৫০ হাজার রুপি ব্যালেন্সের ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ড জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।
ট্রাভেল এজেন্সি প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার জানিয়েছেন, অনেক আবেদনকারী যথাযথ নথিপত্র জমা দেওয়ার পরও ভিসা পাচ্ছেন না। ভিসা না পাওয়ার কারণে তাদের ফ্লাইট ও হোটেল বুকিং বাবদ খরচ করা অর্থও নষ্ট হচ্ছে।
নতুন ভিসা নীতিমালার এই পরিবর্তন ভারতীয় পর্যটকদের জন্য ভ্রমণকে জটিল করে তুলেছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
আরএস