অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় ধুবড়ির ধর্মশালা এলাকা থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। এই দুজন জঙ্গি ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিলেন। গ্রেফতার দুই জঙ্গির নাম হরিশ আজমল ফারুকি ও অনুরাগ সিং। এর মধ্যে অনুরাগ সিং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার স্ত্রী বাংলাদেশের নাগরিক।
আসাম পুলিশের মুখ্য কর্মকর্তা প্রণবজ্যোতি গোস্বামী বলেন, “দুজনকেই গ্রেফতার করে গুয়াহাটিতে এসটিএফ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার দুজনকেই ভারতে আইএসআইএসের উচ্চ প্ররোচিত ও অনুপ্রাণিত নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা সদস্য নিয়োগ, সন্ত্রাসে অর্থায়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাসহ বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত।”