বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা তোপের মুখে পড়ে পালিয়ে যান বলে কিছু মিডিয়া প্রচার করে আসছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাসস্থান এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
এই ঘটনাগুলো নিয়ে ভারতের কিছু মিডিয়া ব্যাপকভাবে অপপ্রচার চালাচ্ছে। সংখ্যালঘুদের ওপর হামলার ভুয়া ছবি ও ভিডিও বিভিন্ন টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে বক্তব্য রেখেছেন বাঁধন ও সালমান মুক্তাদির। এবার এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারুকী লেখেন, “হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল বাঁধন, অথচ একটি এক্স আইডিতে তাকে সাহায্যপ্রার্থী হিন্দু নারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সার্কাস।”
তিনি আরও লেখেন, “দয়া করে বোঝার চেষ্টা করুন, তিনি (শেখ হাসিনা) একজন স্বৈরাচারী। এই পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। দুর্ভাগ্যজনকভাবে, তারা এখনও সে প্রচেষ্টা চালায়নি।”
এমএ//