যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য (এমপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
দেশের সেবা করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন সূধা। একই সঙ্গে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক এক্সবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সুধা মূর্তির এই নিয়োগ নারী শক্তির একটি দৃষ্টান্ত, যা আমাদের দেশের ভাগ্য গঠনে নারীদের শক্তি ও সম্ভাবনার কথা তুলে ধরে। সমাজকর্ম, জনকল্যাণ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অপরিসীম ও অনুপ্রেরণাদায়ক।