টি-২০ বিশ্বকাপ শেষে ভারতের কোচ রাহুল দ্রাবিড় বিদায় নিচ্ছেন। তাই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কোচ নেয়ার প্রক্রিয়া এগিয়ে রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ১৩ মে থেকে ২৭ মে সোমবার পর্যন্ত সেখানে ৩ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। আবেদনকারীর মধ্যে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শচিন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি! এসব আবেদনের সবই ভুয়া।
তবে আসল ঘটনা হলো- ভারতের রাজনীতিবিদ এবং ক্রিকেটারদের নাম ব্যবহার করে অনেকেই আবেদন করেছেন প্রধান কোচ পদে। অর্থাৎ ভুয়া নামে আবেদন! ভারতের জীবন্ত কিংবদন্তি টেন্ডুলকার, ধোনি, হরভজন ও শেবাগদের নামে একাধিক আবেদপত্র জমা পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই তালিকা থেকে বাদ পড়েননি।
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, বিজ্ঞপ্তিতে গুগল ফর্মে আবেদন চেয়েছে বিসিসিআই। তার পর থেকেই প্রচুর ভুয়া আবেদন জমা পড়তে শুরু হয়। ঝামেলা হলো, প্রধান কোচ হতে সত্যিকারের আগ্রহী ব্যক্তিরা আবেদন করেছেন কি না, সেটি এখন পর্যন্ত বুঝে উঠতে পারেনি বিসিসিআই।