পাকিস্তান সিরিজের পর বিশ্রামে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেই বিরতির পর আবারও অনুশীলনে ফিরেছেন তারা। সোমবার (৯ সেপ্টেম্বর) ভারত সিরিজকে সামনে রেখে লাল বলে কঠোর অনুশীলন চালাচ্ছেন নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন দল। শক্তিমত্তার দিক থেকে ভারত এগিয়ে থাকলেও টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মিরাজ অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, “প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। পাকিস্তান সিরিজে ভালো করার পর, এই সিরিজেও ভালো কিছু করতে পারব বলে আশাবাদী। যদি সবাই ভালো ফর্মে থাকে, তাহলে ভারতের বিপক্ষেও ভালো পারফরম্যান্স আশা করা যায়।”
ভারত সিরিজের চ্যালেঞ্জ নিয়ে মিরাজ আরও বলেন, “টেস্ট ক্রিকেট সবসময়ই চ্যালেঞ্জিং। প্রতিটি সেশন, প্রতিটি বল—সবকিছুই চ্যালেঞ্জ। ভারতের দলটি শক্তিশালী, তাদের বোলার ও ব্যাটসম্যানরা খুবই দক্ষ। আমরা এর আগে তাদের মাটিতে খেলেছি এবং উইকেট সম্পর্কে আমাদের কিছুটা অভিজ্ঞতা রয়েছে। যদি আমরা নিজেদের সেরা ফর্মে থাকি এবং পারফর্ম করার দিকে মনোযোগ দিই, তাহলে ভালো ফলাফল আশা করা যায়।”
মিরাজ আরও যোগ করেন, “ভারতের মাটিতে আমরা আগেও টেস্ট খেলেছি, তবে তখন ফলাফল আশানুরূপ ছিল না। এবার আমরা নতুন প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হবে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং সেই লড়াইয়ে জয়ী হওয়া।”
8 views , 1 views