বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছে এবং এই নতুন সময়সীমা ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্তে নিষেধাজ্ঞার সময় কমিয়ে ৫৮ দিন করা হয়েছে, যা প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত কার্যকর হবে। এই সময়সীমা এখন ভারতের জলসীমার নিষেধাজ্ঞার সময়ের সঙ্গে মিলে যাবে।
মৎস্য গবেষক, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা পুনর্বিন্যাসের দাবি জানিয়ে আসছিলেন। মৎস্য বিশেষজ্ঞরা বলেন, পূর্বে বাংলাদেশের নিষেধাজ্ঞা অন্য দেশের সময়সীমার সঙ্গে না মিলিয়ে প্রয়োগ করা হলে প্রতিবেশী দেশ ভারতের জেলেরা প্রায় ৩৯ দিন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যেত, যা দেশের মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর ছিল।
এখন থেকে, বাংলাদেশের নিষেধাজ্ঞা ভারতীয় নিষেধাজ্ঞার দুদিন আগে শেষ হবে, ফলে জেলেরা আর সেই অবস্থা সম্মুখীন হবেন না। দেশের মৎস্যজীবী সংগঠনগুলো এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে এবং মৎস্য উৎপাদন ও মজুত বৃদ্ধির জন্য এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে।
এছাড়া, মৎস্যজীবীদের মতে, এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে এবং মাছের উৎপাদন বাড়াতে সহায়ক হবে।