ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ভারত যে কতটা এগিয়ে গেছে, তা তিনি প্রায়ই উল্লেখ করেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার প্রসঙ্গ তুলে বলেন, “একদিন বিশ্ববাসী ভারতীয় ভিসার জন্য লাইন দিয়ে দাঁড়াবে।”
২০০৫ সালে যুক্তরাষ্ট্র মোদির ভিসা বাতিল করে, যা ৯ বছর বহাল ছিল। এর কারণ ছিল ২০০২ সালের গুজরাট দাঙ্গা, যেখানে এক হাজারের বেশি মানুষ নিহত হন, বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম। সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। তাকে দাঙ্গা ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়, যা তার রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপন করেছিল।
২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মোদিকে এ-ওয়ান ভিসা দিয়ে স্বাগত জানায় মার্কিন সরকার। পডকাস্টে মোদি বলেন, “আমি ২০০৫ সালে বলেছিলাম, একদিন বিশ্ব ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করবে। এখন ২০২৫ সাল, এবং আমি দেখতে পাচ্ছি যে ভারতের সময় এসেছে।”
যদিও তিনি যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের কারণ নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে বিষয়টি গুজরাট দাঙ্গার সঙ্গেই সম্পর্কিত ছিল বলে জানা যায়। মোদি আরও বলেন, “যারা প্রবাসে আছেন, আমি তখনই বলেছিলাম, ফিরে আসুন, নইলে আফসোস করবেন। কারণ বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে।”
মোদি যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার কঠিন অভিজ্ঞতাকে ভারতের বৈশ্বিক গুরুত্ব বৃদ্ধির একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন।
আরএস//বিএন