ভারতে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, বাড়ছে উদ্বেগ
ভারতে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্তের ঘটনা প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। দেশটির কর্নাটকের বেঙ্গালুরুতে তিন মাস এবং আট মাস বয়সী দুই শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই শিশুদের পরিবারের সাম্প্রতিক ভ্রমণের কোনো রেকর্ড নেই।
কর্নাটকের স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছে। যদিও শিশুদের শরীরে পাওয়া ভাইরাসের স্ট্রেন চীনের দ্রুত ছড়িয়ে পড়া এইচএমপিভি স্ট্রেনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
এ নিয়ে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জরুরি বৈঠকের আয়োজন করেছেন। তবে রাজ্যের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, চীনে এ বছরই প্রথম এইচএমপিভি ভাইরাসের দ্রুত বিস্তার ঘটে, যা হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়িয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের দাবি। ভাইরাসটি ইতোমধ্যে মালয়েশিয়াতেও শনাক্ত হয়েছে। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। শীতার্তদের মাঝে বাঁধন বুটেক্স ইউনিটের শীতবস্ত্র বিতরণ আরো খবর পড়ুন ।
আরএস