ভারতের মধ্যপ্রদেশে এক যুবক ট্রেনের বগির নিচে লুকিয়ে ২৯০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২৪ ডিসেম্বর, জবালপুর-দানাপুর এক্সপ্রেসে।
স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ট্রেনটি জবালপুর স্টেশনের কাছে পৌঁছালে রেলকর্মীরা বগির নিচে দুই চাকার মাঝখানে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখেন।
রেলকর্মীরা বিষয়টি তৎক্ষণাৎ ট্রেন চালককে জানান, যার ফলে ট্রেন থামানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক জানান, তার কাছে টিকিট কেনার অর্থ ছিল না। তাই ঝুঁকিপূর্ণ এই উপায়ে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন।
রেলওয়ের সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পরিদর্শক বলেন, “ওই ব্যক্তির মানসিক অবস্থা স্বাভাবিক মনে হয়নি এবং তিনি কিছুটা বিপর্যস্ত ছিলেন।”
এ ঘটনায় যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। রেল কর্মীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেন। তবে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় আরপিএফ বিস্তারিত তদন্ত শুরু করেছে।
আরএস//বিএন